Apan Desh | আপন দেশ

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮১ বিলিয়ন ডলার

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ১৭ আগস্ট ২০২৫

দেশের রিজার্ভ বেড়ে ৩০.৮১ বিলিয়ন ডলার

প্রতীকী ছবি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩০৮০৯ দশমিক ৯৬ মিলিয়ন বা ৩০ দশমিক ৮০ ডলার। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন>>>ঢাকা ব্যাংকের এমডির পদত্যাগ, সিটির এমডি এখনও বহাল

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩০৮০৯ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫৮০৬ দশমিক ৮১ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৪ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩০৮৩৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫৮২৭ দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়