
ছবি : আপন দেশ
ন্যাশনাল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে “মাস্টারকার্ড হলিডে ক্যাম্পেইন ২০২৫”-এর শীর্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
অনুষ্ঠানে শীর্ষ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের পুরস্কার ও সম্মাননা পত্র প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা তাদের অভিজ্ঞতা শেয়ার করে এমন উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক শুধুমাত্র আর্থিক লেনদেনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে গড়ে ওঠা একটি বন্ধন। আজকের এ সম্মাননা সে সম্পর্কেরই উদযাপন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ব্যাংকের গ্রাহককেন্দ্রিক সেবা ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে মাস্টারকার্ডের সহযোগিতার প্রশংসা করেন।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বাংলাদেশে ন্যাশনাল ব্যাংকের কার্ডের মাধ্যমেই প্রথম মাস্টারকার্ড তার যাত্রা শুরু করে। অদ্যবধি ন্যাশনাল ব্যাংক আমাদের সঙ্গে আছে। বিষয়টি আমাদের জন্য ভালো লাগা ও গর্বের।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।