Apan Desh | আপন দেশ

সরকারি ব্যাংকে সুপার নিউমারি পদ: জড়িতদের শাস্তির নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ৬ আগস্ট ২০২৫

আপডেট: ০০:২৬, ৭ আগস্ট ২০২৫

সরকারি ব্যাংকে সুপার নিউমারি পদ: জড়িতদের শাস্তির নির্দেশ প্রধান উপদেষ্টার

ফাইল ছবি

সরকারি চার ব্যাংকে গত জানুয়ারিতে ৭ হাজার ২১৫ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। তাতে পুরোটাই অনিয়মের আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছিল তখনই। বিষয়টি সরকারের নীতিনির্ধারকরা জানার পর নড়েচড়ে বসেছে।

ওই ব্যাংগুলোকে প্রধান উপদেষ্টার দফতর থেকে চিঠি দিয়ে এ উদ্যোগে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়। এতে ফেঁসে যাচ্ছেন চার ব্যাংকের ওই সময়ের পরিচালক পর্ষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক এবং অর্থ মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা। 

সরকারি ব্যাংক হওয়ায় ব্যাংকগুলোর কর্মচারিদের সব ধরনের পদোন্নতিতে অর্থ মন্ত্রণালয় সরাসরি হস্তক্ষেপ করে আসছে। 

আরও পড়ুন>>>ন্যাশনাল লাইফের তদন্তে দুদক: ২১শ’ অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন, ৭১৮ কোটি টাকা আত্মসাৎ-পাচার

গত ৭ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের  ৫৩,০০,০০০০,৩১২.৯৯.০০৮.২০-২৪০ নং পত্রে এ নির্দেশনা দেয়া হয়েছে।  
 
নির্দেশনায় বলা হয়েছে-
(ক) রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহে বিধি বহির্ভুত পদোন্নতি প্রদানের বিষয়ে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে। বিধি-মোতাবেক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। (খ) অবিলম্বে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকসমূহ বাস্তবসম্মত ও সুষম জনবল কাঠামো প্রস্তুত এবং কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির একটি সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন করে ত্রৈমাসিক ভিত্তিতে বাস্তবায়ন প্রতিবেদন আর্থিক প্রতিষ্ঠান বিভাগে প্রেরণ করবে। (গ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক অবিলম্বে ব্যাংকসমূহের চাকরি প্রবিধানমালায় সরকারি আইন/নীতিমালা/বিধিমালার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে প্রয়োজনীয় সংশোধনী আনয়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। পদ সৃজনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন বাধ্যতামূলক হতে হবে। (ঘ) একটি স্বাধীন মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উক্ত কমিটি প্রমোশন প্রক্রিয়ার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ এবং পূর্বের বিতর্কিত প্রমোশনগুলো পর্যালোচনা ও যাচাই করবে।

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়