ছবি: আপন দেশ
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির ম্যাসেঞ্জার কাম গার্ডদের (এমসিজি) জন্য ‘ট্রেনিং অন সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাওয়ারনেস ফর এমসিজি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) ব্যাংকটির ঢাকা সাউথ জোনের উদ্যোগে তোপখানা রোড শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবু রেজা মো. ইয়াহিয়া প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।
আরওপড়ুন<<>>বাংলাদেশের জন্য ৫০ কোটি ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের
ঢাকা সাউথ জোনপ্রধান মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মারুফুর রহমান খান এবং তোপখানার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ তৌফিক মোর্শেদ হাসান উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা সাউথ জোনের অধীন ২৩টি শাখার মোট ৮৩ জন এমসিজিকে সেফটি ও সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































