Apan Desh | আপন দেশ

বাবার সামনেই ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় সন্ত্রাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ২৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাবার সামনেই ছেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয় সন্ত্রাসীরা

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে রিফাত খান (২১) নামে এক যুবকের বুকে ছুরি ঢুকিয়ে দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের বাবা। মুমূর্ষ অবস্থায় স্বজনরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান রিফাত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে মিরপুর-১২, সি ব্লকের ৯ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহতের বাবা সাগর খান জানান, তাদের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার উত্তর সালদর গ্রামে। বর্তমানে মিরপুর-১২ নম্বর সেকসনের ডি-ব্লকের ২৫ নম্বর রোডে থাকেন৷ রিফাত আগে গার্মেন্টসে চাকরি করলেও বর্তমান বেকার ছিল। এক ভাই এক বোনের মধ্যে রিফাত ছিল বড়।

আরওপড়ুন<<>>সাবেক দুই এমপিসহ আ.লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

তিনি আরও জানান, দুপুরে রিফাত একটি কাজে শেওড়াপাড়া যাচ্ছিলেন। পরে তার বাবার কাছে ফোন আসে রিফাতকে মিরপুর-১২ পুরাতন থানার সামনের রাস্তায় ১৫-২০ জন যুবক আটকে রেখেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে রিফাতকে আটকিয়ে রাখার কারণ জানতে চাওয়ায় তারা বলে, টাকা পয়সার লেনদেন নিয়ে ঝামেলা আছে। পরে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন এসে রিফাতের বুকের মাঝে ছুরিকাঘাত করে।

এ সময় ছেলেকে বাঁচাতে গেলে তার পিঠেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই যুবকের বাবার পিঠেও আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়