Apan Desh | আপন দেশ

হাজি সেলিমের বাড়ির গোপন কক্ষে মিলল বিলাসবহুল ৬ গাড়ি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫

হাজি সেলিমের বাড়ির গোপন কক্ষে মিলল বিলাসবহুল ৬ গাড়ি

ছবি: সংগৃহীত

রাজধানীর আজিমপুর দায়রা শরিফ এলাকায় সাবেক এমপি হাজি মোহাম্মদ সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযানে বিএমডব্লিউসহ ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অভিযান শুরুর পর ওই বাসার আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে এ গাড়িগুলো উদ্ধার করা হয়।

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা গেছে, হাজী সেলিমের ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে।

আরওপড়ুন<<>>জয়ের সম্পদ জব্দে যুক্তরাষ্ট্রে চিঠি দিচ্ছে দুদক

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে যৌথবাহিনী।

এ বিষয়ে লালবাগ থানার ওসি মো. মোস্তফা কামাল খান বলেন, আজ দুপুর থেকে সাবেক এমিপ হাজী সেলিমের বাসায় অভিযান শুরু করেছে যৌথবাহিনী। তারা বিষয়টি আমাদের জানিয়েছে।তবে সেখানে পুলিশের সদস্যরা নেই। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিততে যৌথবাহিনীর সদস্যরাই অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, ‘গুলশানারা মাসুদা টাওয়ার’ নামের ওই বাড়ির আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে গাড়িগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া গাড়িগুলোর মধ্যে একটি গাড়িতে এমিপর লোগোও রয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়