Apan Desh | আপন দেশ

দুদকে আসেননি বেনজীরের স্ত্রী-মেয়েও

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ২৪ জুন ২০২৪

দুদকে আসেননি বেনজীরের স্ত্রী-মেয়েও

ছবি: সংগৃহীত

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নে (দুদ‌ক) হা‌জির হন‌নি সা‌বেক আইজি‌পি বেনজীর আহ‌মেদের স্ত্রী ও দুই মেয়ে। সোমবার (২৪ জুন) সকাল ১০টায় সংস্থা‌টির প্রধান কার্যাল‌য়ে হা‌জির হওয়ার কথা ছিল তাদের।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষ‌য়ে বক্তব্য দেয়ার দ্বিতীয় দফায় ডাকা হয়েছিল। তবে দুপুর পর্যন্ত দুদক কার্যালয়ে আসেননি বেনজীরের স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা ও তাহসিন রাইসা।

গত মে মাসের শুরুতেই বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়েছেন বলে জানা গেছে।

এর আগে, বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যরা গত ৬ ও ৯ জুন দুদকে হাজির হন‌নি। এরপর তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুদক ২৩ ও ২৪ জুন হাজিরার দিন নির্ধারণ করে। 

গতকাল রোববার বেনজীর আহ‌মেদেরও হা‌জিরার দিন ছিল। কিন্তু তি‌নি না এসে ২১ জুন দুদক চেয়ারম্যান বরাবর এক‌টি চি‌ঠি পাঠান। সে চি‌ঠি‌তে নি‌জে‌কে নি‌র্দোষ দা‌বি ক‌রে অভিযোগ থে‌কে অব্যাহতি চান। যদিও বেনজী‌রের সে আবেদন নাকচ ক‌রে দেয়া হ‌য়ে‌ছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হ্যাঁ ভোট দেয়ার আহবান প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত