Apan Desh | আপন দেশ

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৮ জানুয়ারি ২০২৬

নরসিংদীতে জাল নোটের বান্ডিলসহ একজন আটক

ছবি: আপন দেশ

নরসিংদীর শিবপুর উপজেলার চৈতন্য বাসস্ট্যান্ড এলাকা থেকে জাল নোটের একটি বান্ডিলসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে জনতার সহায়তায় তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মো. ফয়সাল আহমেদ (২৭)। তিনি নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা এবং পিতা মনির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চৈতন্য বাসস্ট্যান্ড সংলগ্ন মাছ বাজার থেকে মাছ কেনার সময় ফয়সাল আহমেদ এক হাজার টাকার একটি জাল নোট প্রদান করেন। মাছ ব্যবসায়ী আবুল হোসেন নোটটি সন্দেহজনক মনে হলে আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে উপস্থিত সাধারণ জনগণের সহায়তায় তাকে আটক করা হয়। 

আরও পড়ুন<<>>‘বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র’

আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে এক হাজার টাকার নতুন একটি জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। বিষয়টি শিবপুর মডেল থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ বিষয়ে শিবপুর মডেল থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জাল নোট চক্রের সঙ্গে তার সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়