Apan Desh | আপন দেশ

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:০১, ২৭ জানুয়ারি ২০২৬

নারীদের ওয়াশরুমে গোপন ক্যামেরা, চিকিৎসক আটক

ছবি: আপন দেশ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ব্যবহৃত ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করেছে পুলিশ। 

সোমবার(২৬ জানুয়ারি) সন্ধ্যায় হাসপাতাল প্রাঙ্গণে অভিযুক্ত ইমনকে শনাক্ত করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। 

নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা রাখার বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের পরিচালকসহ অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, গোয়েন্দা পুলিশ(ডিবি) ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন।

আরও পড়ুন<<>>তামাক নিয়ন্ত্রণে সবাইকে দায়িত্ব নিতে হবে : ফরিদা আখতার

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে পুলিশ অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে হেফাজতে নেয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রুহুল আমিন জানান, অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে আটক করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

এ বিষয়ে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস জানান, অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে আইনগত প্রক্রিয়া চলছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়