Apan Desh | আপন দেশ

প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

প্রকাশিত: ১৭:৪৩, ১৯ জানুয়ারি ২০২৬

প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি

ছবি: আপন দেশ

ময়মনসিংহের পাগলায় এক প্রবাসীর স্ত্রীর নিকট ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে একদল সন্ত্রাসী। চাঁদার টাকা না পেয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে গয়েশপুর গ্রামের সৌদি প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী রুজি আক্তার।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে শ্রীপুর থানা মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তিভোগী রুজি আক্তার।

রুজি আক্তার জানায়, গয়েশপুর গ্রামের সৌদি প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী রুজি আক্তার। তিনি ছোট বড়াই এলাকায় একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করছেন।  এ নির্মাণ কাজকে কেন্দ্র করে মো. আজহারুল ইসলাম (২৭) ও মো. জহিরুল ইসলামসহ তাদের সহযোগীরা গত কয়েকদিন ধরে রুজি আক্তারের কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তারা রুজি আক্তারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।

ভু্ক্তভোগী জানায়, গত শনিবার (১৭ জানুয়ারি) রাতে বিবাদীরা রামদা, চাইনিজ কুড়াল ও চাপাতিসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রুজি আক্তারের বসতবাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির মূল গেট বন্ধ করে দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় বিবাদীরা রুজি আক্তারকে এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একই সঙ্গে ভুক্তভোগীর ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ১০ লক্ষ টাকা, ৮ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা) নিয়ে যায়। 

আরও পড়ুন<<>>গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ভুক্তভোগী রুজি আক্তার জানান, বিবাদীরা অত্যন্ত হিংস্র প্রকৃতির। আমার স্বামী দীর্ঘ ৩৫ বছর ধরে প্রবাসে কষ্ট করছেন। এখন তারা আমার বাড়ি নির্মাণে বাধা দিচ্ছে এবং আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে। আমি ও আমার সন্তানরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ঘটনায় ভুক্তভোগী মোছা. রুজি আক্তার (৩৭) বাদী হয়ে ১২ জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে অভিযুক্ত করে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ঘটনায় সাক্ষী হিসেবে মো. রফিকুল ইসলাম, মোছা. পলি ও মো. রাসেলসহ স্থানীয় বেশ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। পাগলা থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা জনকল্যাণমূলক কাজে মনোযোগ বিএনপির: তারেক রহমান তারেক রহমানের সঙ্গে নতুন মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাচনী নিরাপত্তায় মাঠে থাকবে ডগ স্কোয়াড-ড্রোন মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ ইসি এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই দায়িত্ব পালন করছে: মির্জা ফখরুল আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ সব আসামির বিচার শুরুর আদেশ জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ আইসিসিকে ফের চিঠি দিচ্ছে বিসিবি বিতর্কিত ফাইনালে মরক্কোর স্বপ্ন ভাঙল সেনেগাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৫ হাজার উচ্চগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২১ জন নিহত