ছবি: আপন দেশ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভারে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সাভার উপজেলার গেন্ডা পুকুর পাড় এলাকায় ধামসোনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ চৌধুরীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাভার পৌর বিএনপি’র ৯নং ওয়ার্ডের সভাপতি রিয়াজ উদ্দিন ফালানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র পদপ্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে গেস্ট অফ ওনার (সম্মানিত অতিথি) হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক ভিপি মো. আশরাফ উদ্দিন খান শাহিন।
আরও পড়ুন<<>>হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, বিএনপির চেয়ারম্যান জননেতা তারেক রহমান দেশের সাধারণ মানুষের দুঃখ-কষ্টে সবসময় পাশে থাকার নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা সাভারের অসহায় শীতার্ত মানুষের মাঝে সামান্য উপহার হিসেবে এ কম্বল পৌঁছে দিচ্ছি। বিএনপি সব সময় জনগণের দল এবং আমরা জনগণের অধিকার ও কল্যাণে রাজপথে আছি এবং থাকব। তিনি আরও বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসা উচিত। এ সময় তিনি সাভার পৌরসভার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আয়োজক আনোয়ার পারভেজ চৌধুরী বলেন, তারেক রহমানের নির্দেশে আমরা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের ধারাবাহিক জনসেবারই একটি অংশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান মাসুম, সাভার পৌরসভা ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আলী হোসেন, যুবদল নেতা বিজয় খন্দকার জসিম এবং বিএনপি নেতা কে এম ফরিদ উদ্দিন।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। বিতরণ অনুষ্ঠানে এলাকার কয়েক শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল প্রদান করা হয়। হাড়কাঁপানো শীতে এ উপহার পেয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটতে দেখা যায়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































