Apan Desh | আপন দেশ

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও:মামলার প্রধান আসামি গ্রেফতার

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৬, ৫ জানুয়ারি ২০২৬

সামাজিক মাধ্যমে আপত্তিকর ভিডিও:মামলার প্রধান আসামি গ্রেফতার

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় গোপনে আপত্তিকর ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলার প্রধান আসামি মো. আল আমীন (৩২) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।

টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, র‍্যাবের একটি আভিযানিক দল তাকে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। 

এজাহারের বিবরণে জানা যায়, ধৃত আসামি মো. আল আমিন (৩২) কৌশলে বাদীর স্ত্রীর গোসলের আপত্তিকর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি বাদীর নজরে আসে। 

আরও পড়ুন<<>>বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা 

বাদীর অভিযোগ, সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই আসামি পরিকল্পিত ভাবে এ আপত্তিকর ভিডিও ধারণ ও প্রচার করেছে।

এ ঘটনায় আইনগত সুরক্ষা ও ন্যায়বিচার প্রত্যাশায় ভুক্তভোগী বাদী ২০১২ সালের পর্ণোগ্রাফি আইনের ৮(১)/৮(২)/৮(৩) ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর টাঙ্গাইল র‍্যাব-১৪, সিপিসি-৩ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এবং র‍্যাব-১০, সদর কোম্পানি, কেরানীগঞ্জ, ঢাকা এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল গত (০৪ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়