খালেদা জিয়া। ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এ শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব দোকানপাট বন্ধ রাখার অনুরোধ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।
গভীর শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ, শোকেস্তব্ধ। তিনি ছিলেন আপোসহীন নেত্রী, দেশ মাতৃকার সাহসী কণ্ঠ, গণতন্ত্রের জননী। আমরা তার মৃত্যুতে যে, শোক ও বেদনা অনুভব করছি তা প্রকাশের ভাষা আমাদের জানা নাই।
আরও পড়ুন>>>ছবিতে দেখুন—আপসহীন নেত্রী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জনাজা সম্পন্ন না হওয়া হওয়া পর্যন্ত সারাদেশে দোকান পাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদেরকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































