ছবি : আপন দেশ
পঞ্চগড়ের সীমান্তে বিজিবির অভিযানে ফিরোজ কামাল (২৯) নামের এক গরু চোরাকারবারী আটক হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌনে সাতটার সময় জেলার সদরের মোমিনপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি তথ্যটি নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি জেলার সদর থানাধীন মোমিনপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা গরু চোরাচালানের সঙ্গে জড়িত। সকাল পৌনে সাতটার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পিলার ৭৫২/এমপি হতে আনুমানিক ৮০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, সুবেদার মো. জাহানুর ইসলামের নেতৃতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোমিনপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। সে জেলার হাড়িভাসা ইউনিয়নের সালটিয়াড়পাড়ার মোতাহারের ছেলে।
আরও পড়ুন<<>>তেঁতুলিয়ার শীতার্তদের পাশে আল-ইত্তেহাদ
আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গরু চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পঞ্চগড় সদর থানায় মামলাসহ হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দফতর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি অনুপ্রবেশ বন্ধে সদা প্রস্তুত রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































