Apan Desh | আপন দেশ

তেঁতুলিয়ার শীতার্তদের পাশে আল-ইত্তেহাদ 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১২:১৯, ২৭ ডিসেম্বর ২০২৫

তেঁতুলিয়ার শীতার্তদের পাশে আল-ইত্তেহাদ 

ছবি : আপন দেশ

প্রচন্ড শীতে যখন হাড়কাঁপছে দেশের উত্তরের প্রান্তিক অঞ্চলের মানুষ। টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশা-হিমেল বাতাসে শীত বিপর্যয়ের সময়ে পঞ্চগড়ের শীতার্তদের পাশে দাঁড়িয়েছে আল-ইত্তেহাদ নামের একটি ইসলামী সংগঠন। 

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার দাখিল মাদরাসায় প্রায় দুই শতাধিক কম্বল শীতার্তদের বিতরণ করেছে সংগঠনটি। সকাল থেকেই মাদরাসাটিতে ভিড় করে সীমান্তপাড়ের শীতার্ত হতদরিদ্র মানুষগুলো। অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে স্বস্তির হাসি ফুটালো সংগঠনটি। 

বিতরণের সময় উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলহাস, প্রচার সম্পাদক মোহাম্মদ নাবিল শেখ ও সদস্য রাজা এবং লিয়াকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুরুব্বি ও সুধীজনবৃন্দ।

আরও পড়ুন<<>>সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

দুলাল হোসেন, আমির আলীসহ কয়েকজন উপকারভোগী জানান, প্রচন্ড শীতে কাঁপছিলাম। এমন সময় সংগঠনটি আমাদের শীতবস্ত্র (কম্বল) দিয়ে অনেক উপকার করলেন। খুবই উপকৃত হলাম। রাতে শান্তিতে ঘুমাতে পারবো। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান তারা।

সংগঠনটি জানায়, উত্তরের হিমালয়ের শীতের উষ্ণতা দিতে রাজধানী ঢাকা থেকে ছুটে এসেছেন পঞ্চগড়ে। প্রথম দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে প্রকৃতি হকদারদের কম্বল তুলে দেয়া হয়। দ্বিতীয় দিন তেঁতুলিয়ার দাখিল মাদরাসায় শীতবস্ত্রের বিতরণ করেন তারা। এখানে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষকে উষ্ণতা দিতে কম্বল বিতরণ করেন তারা। দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

সংগঠনের সভাপতি আনিসুর রহমান বলেন, প্রচন্ড শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে পারাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আপনাদের সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধরণের মানবতার সেবা করে যেতে চাই ইনশাআল্লাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়