ছবি: আপন দেশ
গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) সকালে গাইবান্ধা জেলা পুলিশ ফোর্সের সমন্বয়ে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেড অভিবাদন গ্রহণ ও করেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এসময় প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুত্তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)।
পুলিশ সুপার যানবাহন শাখা ও প্যারেড পরিদর্শনকালে ফোর্সদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মুল্যায়ন,শারীরিক ফিটনেস এবং টার্ন আউট এর উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। তিনি শৃঙ্খলা,ড্রেসরুলস,স্বাস্থ্য সচেতনতা,পরিস্কার পরিচ্ছন্নতা,ক্ষিপ্রতা এবং জনসাধারণের সঙ্গে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আরও পড়ুন<<>>কাপাসিয়া ইউপি চেয়ারম্যান ও আ. লীগ নেতা মনজু গ্রেফতার
পরবর্তীতে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করেন। প্রাতিষ্ঠানিক সমস্যা ভিত্তিক আলোচনা ও কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। পেশাদারিত্বের সঙ্গে সরকারী সম্পত্তির সঠিকভাবে রক্ষনাবেক্ষণ ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে।
কল্যাণ সভা শেষে জেলা পুলিশ গাইবান্ধার পক্ষ থেকে ০৩ (তিন) জন পুলিশ সদস্যকে অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার। পরর্বীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নভেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন মো. শরীফ আল রাজীব,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), শেখ মুত্তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীগণ।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।



































