Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভাদেরটেক বাজারে আলোচনা সভা-দোয়া মাহফিল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৯, ৫ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ভাদেরটেক বাজারে আলোচনা সভা-দোয়া মাহফিল

ছবি: আপন দেশ

বিএনপির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক বাজারে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (০৫ ডিসেম্বর) বাদ জুম্মা সুলকাবাদ ইউনিয়নের এক ও দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ভাদেরটেক বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপির সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মো. আব্দুল হাইয়ের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতেই কোরআন তেলওয়াত করেন হাফেজ আব্দুস জব্বার ও দোয়া পরিচালনা করেন মাওলানা সাব্বির আহমদ। পরে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,সলুকাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আজিজ,বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নবী হোসেন,উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আল-আমিন,সাবেক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ ও  শ্রমিকদলের সদস্য আব্দুল লতিফসহ আরও অনেকে। 

আরও পড়ুন<<>>রাজারহাটে এবি পার্টির এমপি প্রার্থী নজরুল ইসলামের জন্য দোয়া অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহবায়ক মো. আব্দুল হাই বলেছেন,আমাদের দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বর্হিবিশ্বে বাংলাদেশের সুনাম অর্জন করেছিলেন। তাকে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিনাকারণে জেলে বন্দি রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। যা কোন সভ্য গণতান্ত্রিক দেশে করা হয় না। তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া চান। তিনি বলেন, আমাদের সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে জনতার নেতায় পরিনত হওয়া আমাদের নেতা জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলকে ধানের শীষের মনোনয়ন দেয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় ধানের শীষের প্রার্থী অ্যাড. নুরুল ইসলাম নুরুলকে বিজয়ী করতে সদর ও বিশ্বম্ভরপুর আসনের সর্বস্তরের জনগনের প্রতি তিনি আহবান জানান। পরে উপস্থিত সকলেই দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়