Apan Desh | আপন দেশ

রাজারহাটে এবি পার্টির এমপি প্রার্থী নজরুল ইসলামের জন্য দোয়া অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৭, ৫ ডিসেম্বর ২০২৫

রাজারহাটে এবি পার্টির এমপি প্রার্থী নজরুল ইসলামের জন্য দোয়া অনুষ্ঠিত

ছবি: আপন দেশ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ও দলের জেলা আহবায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁনের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জেলার রাজারহাট উপজেলার ধলগাছ জামে মসজিদে দোয়ার আয়োজন করে এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখা। 

আরও পড়ুন<<>>সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

এতে মসজিদে আগত মুসল্লিদের সঙ্গে মতবিনিময় ও কর্মদন করেন এমপি প্রার্থী ডা. মো. নজরুল ইসলাম খাঁন। এসময় উপস্থিত ছিলেন, এবি পার্টি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা সদস্য আমিনুল ইসলাম, সদর উপজেলা আহবায়ক শফিকুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, রাজারহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড আহবায়ক আবুল হোসেন, যাত্রাপুর ইউনিয়ন সদস্য সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

পরে মুসল্লিদের মাঝে এবি পার্টির নীতি ও আদর্শ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়