Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:০৯, ১ ডিসেম্বর ২০২৫

টাঙ্গাইলে দোকানে অগ্নিকাণ্ড, দগ্ধ হয়ে মালিকের মৃত্যু

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজারে একটি মনোহারির দোকানে আগুন লেগে দোকান মালিক গফুর আলী (৬০) দগ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্তগ্রাম এলাকার হবিবুর রহমানের ছেলে।

সোমবার (০১ ডিসেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয় ব্যবসায়ী কামরুল ইসলাম ও বাজার কমিটির সভাপতি মো. ফজলু তালুকদার জানান, দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ গফুরের তেলের দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পানি দিয়ে নেভানোর চেষ্টা করে স্থানীয়রা। খবর পেয়ে কালিহাতী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সময় গফুর দোকান থেকে বের হতে না পারায় তিনি মারা যান। পরে, দগ্ধ মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরন

তারা আরও জানান, আগুন গফুরের দোকান থেকে পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। তিনটি দোকানে মিলিয়ে মোট ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেন তারা।

কালিহাতী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সংবাদ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে যাই। গফুর আলীর খোলা পেট্রোলের দোকানেই মূলত আগুন লাগে। পরে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। দোকান মালিক গফুর ভেতরে আটকে পড়ায় দগ্ধ হয়ে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগতে পারে। গফুরের দোকানে আনুমানিক ২ থেকে আড়াই লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময়, অন্য কোনো দোকানে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়