ছবি: আপন দেশ
টাঙ্গাইলের কালিহাতীতে সল্লা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার সল্লা ইউনিয়নের উদ্যাগে প্রামাণিক বয়েলমিল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় নেতাকর্মীরা বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো মনোনয়ন দেয়ার দাবি করেন।
এতে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। সল্লা ইউনিয়ন বিএনপি'র সভাপতি শামিম প্রামাণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তরিকুল ইসলাম ঝলক, উপজেলা বিএনপি’র সহসভাপতি মজনু মিয়া, আব্দুল হক আকন্দ, মোজাম্মেল হাসান বাদল, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা প্রমুখ। এসময় বিএনপির অনন্য নেতাকর্মীদের উপস্থিত ছিলেন।
আরও পড়ুন<<>>পুকুর-জলাশয় রক্ষা করা আমাদের সবার দায়িত্ব: পরিবেশ উপদেষ্টা
সভায় বক্তারা বলেন, সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে লুৎফর রহমান মতিনকে মনোনয়ন দেয়া হয়। কিন্তু মনোনয়ন পাওয়ার পরও লুৎফর রহমান মতিন কোন গণসংযোগ কিংবা সভা করেনি। যার ফলে বিএনপির নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘদিনের ত্যাগী নেতা বেনজীর আহমেদ টিটোকে মনোনয়ন না দেয়ায় উপস্থিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আমরা দ্রুতই মনোনয়ন পরিবর্তন করে টিটোকে দেয়ার দাবি করছি।
এসময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো বলেছেন, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। গত ০৫ আগস্টের পর কালিহাতীতে এখন পর্যন্ত কোন বিশৃঙ্খল ঘটেনি। বিগত সরকারের আমলে আমাদের নামে গায়েবি ও মিথ্যা মামলা হয়েছে। রাজনীতি করতে পুলিশ বাহিনী লাগে না। রাজনীতি করলে হলে জনগণ লাগে এবং কোন সন্ত্রাসী বাহিনী লাগে না।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































