Apan Desh | আপন দেশ

ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৮, ১৪ নভেম্বর ২০২৫

ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

ছবি: আপন দেশ

ফেনীর পরশুরামে নারীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ তদন্ত করতে গিয়ে আসামিদের হামলায় শিকার হয়েছে এসআইসহ (উপ-পরিদর্শক) তিন পুলিশ সদস্য। আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে পরশুরাম পৌর এলাকার দক্ষিণ কোলাপাড়া গ্রামের গুনাগাজী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- এসআই মুন্নাদে, কনস্টেবল রুহুল আমিন ও নাজমুল।

আরও পড়ুন<<>>নভেম্বর এলেই বুকের ভেতর কেঁপে ওঠে উপকূলবাসীর ভয়াল স্মৃতি

পুলিশ জানায়, পরশুরাম উপজেলার দক্ষিণ কলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির এমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজিব মজুমদার (৩২) প্রতিনিয়ত প্রতিবেশী এক নারীকে (৪৬) নানাভাবে উত্ত্যক্ত করে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি মীমাংসা করে দেয়। মীমাংসা শেষে ফিরে আসার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে হামলা হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়।

আহত পুলিশ সদস্য বলেন, অভিযোগের বিষয়টি মীমাংসা করে আসার পথে তারা আমাদের ওপর হামলা করে। এ সময় তারা আমাদের হাতে থাকা অস্ত্র ছিনতাইয়ের চেষ্টা করে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মোহাম্মদপুরে গোপন কারখানা থেকে ৩৫ ককটেল উদ্ধার ১৭ বছর পর মুক্তি পেয়ে নির্বাচনী মাঠে বাবর দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে: আমীর খসরু রাজধানীসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচন নিয়ে আর ধোঁয়াশা নেই, সবার উচিৎ সরকারকে সহযোগিতা করা: নুর জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানতে রাজি বিএনপি গণভোট–নির্বাচন একসঙ্গে মানে প্রতারণা: জামায়াতসহ ৮ দল রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে ঢাবি শিক্ষক আটক মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীসহ নিহত ৩ ট্রাম্পের কাছে ক্ষমা চািইল বিবিসি আর্জেন্টিনাকে রাতে আতিথ্য দেবে অ্যাঙ্গোলা