Apan Desh | আপন দেশ

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৩, ৩ নভেম্বর ২০২৫

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

ছবি: আপন দেশ

যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

সোমবার (০৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে অটোরিকশা চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম শেখ(৬০)।

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।

আরও পড়ুন<<>>তুলশিখালী ও মরিচা সেতুর ইজারা বন্ধে ডিসিকে চিঠি

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়