ছবি: আপন দেশ
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে গাজীপুরের কালীগঞ্জে নির্মাণ হচ্ছে পাওয়ার গ্রীড। বিদ্যুৎ সেবার মানোন্নয়নে আধুনিক পাওয়ার গ্রীড নির্মাণ করছে সরকার। এতে প্রায় ৫ লাখ গ্রাহক নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবেন। উপজেলার বক্তারপুরের ফুলদী নলী ব্রীজ এলাকায় প্রায় ৫শত কোটি টাকা ব্যয়ে অধিগ্রহনকৃত প্রায় ১৮.০৫ একর জমিতে প্রকল্পটি স্থাপন করা হচ্ছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির অধীন ঢাকা এবং পশ্চিমাঞ্চলীয় গ্রিড সঞ্চালন ব্যবস্থা সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪০০/২৩০ কেভি জিআইএস ইনডোর বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বাংলাদেশ সরকার, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং পাওয়ার গ্রিডের যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ঢাকা ও আশপাশের এলাকায় বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণ, নিরবিচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে উপকেন্দ্রটি নির্মাণ করছে সরকার।
আরও পড়ুন<<>>ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার ৬
পাওয়ার গ্রীড প্রকল্পে সরেজমিনে দেখা যায়, নির্মাণকাজ চলছে ধীরগতিতে। নির্ধারীত সময়ের মাঝে প্রকল্পের কাজ শেষ করতে পারেনি সংস্থাটি। জানতে চাইলে প্রকল্পের সিনিয়র সাইট ইঞ্জিনিয়ার মো. আক্তার হোসেন জানান, প্রকল্পের সাবস্ট্রাকচারের কাজ প্রায় ৯০ শতাংশ শেষ। সুপারস্ট্রাকচারের কাজ চলমান রয়েছে। ঘোড়াশাল গ্রিড হতে ২৩০ কেভি ভোল্টেজকে উচ্চ ক্ষমতাসমন্ন ৪০০ কেভি ভোল্টেজে রুপান্তরিত করে ট্রান্সমিশন পরবর্তী বিভিন্ন সংস্থার কাছে সরবরাহ করা হবে। কর্মকর্তা আরও বলেন, আবহাওয়া ও টেকনিক্যাল সমস্যা না হলে আগামী বছরেই কাজ শেষ হবে বলে আশ্বাস দেন।
স্থানীয় স্কুল শিক্ষক আবুল কালাম বলেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তারা নানা ভোগান্তির শিকার। নতুন গ্রিড চালু হলে এ ভোগান্তি দূর হবে। তবে অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও প্রকল্প বাস্তবায়নে গড়িমসি করছে সংশ্লিষ্টরা। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে এলাকার শিল্প, ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের জীবনযাত্রায় গতি আসবে।
ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ ইনডোর প্রকল্পের বিষয়ে একান্ত সাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম বলেন, মানুষের জীবনমান উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। গ্রিডের মাধ্যমে গ্রামীণ অঞ্চলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পোঁছে দেওয়া সম্ভব হবে। গ্রিডটি চালু হওয়ার মাধ্যমে দেশের জনগণ দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট থেকে মুক্তি পাবে। শিক্ষা, কৃষি ও ক্ষুদ্র শিল্পেও গতি ফিরবে এবং ব্যবসা-বাণিজ্য ও কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে। সরকার সবার জন্য বিদ্যুৎ প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।
ঢাকা ও পশ্চিমাঞ্চল ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ ইনডোর পাওয়ার গ্রিড প্রকল্পের প্রকল্প পরিচালক ও প্রধান প্রকৌশলী মো. আবুল কাশেম মুঠোফোনে প্রতিবেদককে বলেন, কালীগঞ্জে (৫২০/৭৫০) এমভিএ-এর দ্বিগুন ক্ষমতাসম্পন্ন উপকেন্দ্রের নির্মাণকাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে। কাজের গুণগতমান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডের সক্ষমতা বৃদ্ধি সহ বিদ্যুৎ বিভ্রাট হ্রাস পাবে। এছাড়া শিল্প ও ব্যবসায়িক কার্যক্রমে গতি আসবে এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































