Apan Desh | আপন দেশ

পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৩, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:৪৪, ২৫ অক্টোবর ২০২৫

পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক

ফাইল ছবি

নোয়াখালীর সুবর্ণচর থেকে মিয়ানমারে পাচারের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। শনিবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ওসি শাহীন মিয়া। 

এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর তোরাব আলী জিলা ঘাট থেকে সারের বস্তাগুলো আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচার চেষ্টার খবর পেয়ে উপজেলার চর তোরাব আলী জিলা ঘাটে অভিযান চালায় পুলিশ। সেখানে গিয়ে সারের কোন মালিক পাওয়া যায়নি। 

আরও পড়ুন<<>>সাংবাদিকের ওপর জামায়াত নেতার হামলা

ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সুবর্ণচর উপজেলা থেকে মিয়ানমারে পাচারের জন্য ৩০০ বস্তার ওপরে সার ট্রলার বোঝাই করা হয়। পুলিশ আসার খবর পেয়ে পাচারকারীরা সটকে পড়েন। 

শনিবার বেলা ১১টা পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এখন পর্যন্ত তারা সারের কোন মালিক খুঁজে পায়নি। এমনকি সারের মালিকানা দাবি করে কেউ আসেনি।  

চরজব্বার থানার ওসি শাহীন মিয়া আরও বলেন, আনমুানিক ৩০০ বস্তা সার আটক করা হয়েছে। সারের মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। ইউরিয়া সার কোথায় থেকে ট্রলারের মধ্যে আনলো, কোথায় নিয়ে যাবে। প্রাথমিক ভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়