Apan Desh | আপন দেশ

নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত হবে না: সিইসি

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৬, ১৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৯:২৬, ১৮ অক্টোবর ২০২৫

নির্বাচন কমিশন কারো দ্বারা প্রভাবিত হবে না: সিইসি

এএমএম নাসির উদ্দিন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো মহল দ্বারা প্রভাবিত হবে না। এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।

শনিবার (১৮ অক্টোবর) বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিইসি এসব মন্তব্য করেন। তিনি আরও জানান, ডিসেম্বরের প্রথম দিকেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা। তবে সমর্থকরা ভোট দিতে কোনো বাধা নেই। তারা ভোট না দিলে এর কোনো প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন>>>‘আর রাস্তায় নয়, সব কর্মকাণ্ড সংসদকেন্দ্রিক করতে হবে’

সিইসি বলেন, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোনো সুযোগ নেই। বিগত সময়ের মতো কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না।

তিনি আরও বলেন, একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ফেয়ার ও  নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ। সকল চ্যালেঞ্জ হাসিমুখে মোকাবেলা করা হবে। বড় কোনো আশঙ্কার ধারণা করছি না।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, সুন্দর, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সাংবাদিকদেরও এক্যবন্ধ হয়ে কাজ করতে হবে। তাই নির্বাচনে সাংবাদিকদের নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই এখন পর্যন্ত। সকল গুজব প্রতিরোধে ফেইক সংবাদ থেকে বিরত থাকতে হবে। এবারের নির্বাচনে বাংলাদেশি প্রবাসী নাগরিকরাও যাতে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

এনসিপি যে প্রতীক চাচ্ছে তা নির্বাচন কমিশনের তালিকার বাইরে। এ প্রতীক নিতে হলে তো তালিকায় থাকতে হবে। নির্বাচনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না, তাই সকল প্রকারের অপ্রীতিকর ঘটনা এড়াতে নির্বাচন কমিশন অফিসে বিশেষ সেল গঠন করা হয়েছে- যোগ করেন তিনি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়