Apan Desh | আপন দেশ

যুবকের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৩, ১৮ অক্টোবর ২০২৫

যুবকের বিরুদ্ধে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিম শিশুটির বাবা। 

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলাম নুরোর ছেলে।

জেলার কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবারের সদস্যরা।

বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন<<>>কালীগঞ্জে কলা চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিম শিশুটির মা বলেন, তাদের বাড়ি অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি পাশাপাশি। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিল না। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ওদের বাড়ি তার মেয়ে যায়। পরে তিনি গরুর খাবার দিয়ে ঘরের বাইরে গেলে তার মেয়ের চিৎকার শুনতে পান। এরপর তিনি এগিয়ে গেলে তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর তার মেয়ে বাইরে এসে ওই ঘটনার কথা বলে।

তিনি আরও বলেন, মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসবেন তারা সবাই আমাকে ও আমার স্বামীকে আটকে রাখে। শুক্রবার সন্ধ্যায় বিচার হওয়ার আশ্বাস দেখিয়ে কোথাও যেতে দেয়নি অভিযুক্তের পরিবার। আমার দেবর ঘটনা শুনে বাড়িতে এসে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে। এ ঘটনার পর তার স্বামী বাড়িতে এলে জাহাঙ্গীরের কাছে শুনতে গেলে আমার তলপেটে লাথি মারে। আমি ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। তিনি এ ঘটনার জড়িত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

ভিকটিম শিশুটির বাবা বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। পরে এসে মেয়ের মায়ের কাছে ঘটনা শুনি। বিষয়টি ধামাচাপা দিতে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। আমি রাজমিস্ত্রীর কাজ করি। ফাঁকা বাড়িতে স্ত্রী-মেয়েকে রেখে কাজে যান। থানা-পুলিশ না করতে বলেছে। তারপরও আমি এর বিচার চাই।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়