
প্রফেসর শ্রী শিব শংকর রায়
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শ্রী শিব শংকর রায় (৫৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মো. আসাদুজ্জামান নামে আরও এক শিক্ষক।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রফেসর শ্রী শিব শংকর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে কর্মরত। তার গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। অপর আহত প্রফেসর মো. আসাদুজ্জামান দর্শন বিভাগের শিক্ষক।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে পবা উপজেলার নওহাটা এলাকায় আনসার ক্যাম্পের পাশে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে অজ্ঞাত কোনো এক গাড়ি।
আরও পড়ুন<<>>কিশোরের ধর্ষেণের শিকার মাদরাসার শিশু
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নিয়ে যায়। সেখানে নেয়ার পর জানা যায় আহতরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক শ্রী শিব শংকর রায় এবং দর্শন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান। এদের মধ্যে শিব শংকর রায় হাসপপাতালে আনার আগেই মারা গেছেন। অন্যজন আসাদুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুল এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন জানিয়েছেন, শিব শংকর রায় ও আসাদুজ্জামানের মাছ ধরার শখ ছিল। তারা খুব ভোরে আসাদুজ্জামানের একটি ভ্যাসপা মোটরবাইকে চেপে নওহাটার দিকে টিকিটে ছিপ দিয়ে মাছ ধরতে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে তারা সড়ক দুর্ঘটনা কবলিত হন। এতে মোটরবাইকের পেছনে থাকা শিব শংকর রায় মাথায় গুরুতর আঘাত পান। তাদের ধারণা দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মরদেহ আইনি প্রক্রিয়ার জন্য বর্তমানে রাজশাহী মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বেলা ১২টার মধ্যে তার মরদেহ গ্রামের বাড়ি পাবনার সুজানগর পাঠানো হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।