Apan Desh | আপন দেশ

কিশোরের ধর্ষেণের শিকার মাদরাসার শিশু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৭, ৯ অক্টোবর ২০২৫

কিশোরের ধর্ষেণের শিকার মাদরাসার শিশু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে প্রলোভন দেখিয়ে মাদ্রাসার শিশুছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগ উঠেছে ১৬ বছরের এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) মামলায় অভিযুক্ত কিশোরকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (০৮ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাণিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে ওই কিশোরকে আসামি করে তাহিরপুর থানায় মামলা করেন।

তাহিরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উপজেলার মাণিগাঁও গ্রামের এক কিশোর প্রতিবেশী দরিদ্র শ্রমিকের মাদ্রাসা পড়ুয়া শিশুকন্যাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। চিৎকার শুনে প্রতিবেশীরা শিশুকন্যাকে উদ্ধার করেন। পরে ওই শিশুকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়