Apan Desh | আপন দেশ

শামা ওবায়েদের জন্য ভোট চাইলেন আ. লীগ নেতা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৫

শামা ওবায়েদের জন্য ভোট চাইলেন আ. লীগ নেতা

ছবি: আপন দেশ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকুর জন্য ভোট চাইলেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। তিনি প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহেবান জানান।

ওই নেতার নাম বরুণ কুমার সরকার। তিনি কার্যক্রম নিষিদ্ধ আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। শামা ওবায়েদ তখন সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া পূজামণ্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। তার সামনেই বক্তব্য দেন বরুণ কুমার সরকার।

বরুণ কুমার সরকার বলেন, আমার জীবনের প্রথম ভোট আমি বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানকে দিয়েছিলাম। তিনি আরও বলেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও নৌকার বিপক্ষে ভোট দিয়েছেন। এর কারণ আপনারা বুঝে নেন।

তিনি শামা ওবায়েদকে 'অনেক বড় মাপের নেত্রী' বলে প্রশংসা করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

শামা ওবায়েদ সোমবার বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত সালথা উপজেলার অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। মন্দির কমিটির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরও পড়ুন>>>শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্য, রাবি ছাত্রদল নেতার চারিত্রিক সনদপত্র বাতিল

পূজামণ্ডপ পরিদর্শনকালে শামা ওবায়েদ বলেন, বিএনপির কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা হিন্দু ও মুসলিম সবাইকে সমান চোখে দেখি।

তিনি সতর্ক করে বলেন, শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে গোলমাল করার চেষ্টা করতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আশ্বাস দেন, প্রতিটি মন্দিরে আমাদের বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহাড়া দেবে। যাতে কেউ কোনো ধরনের খারাপ কাজ করতে না পারে।

শামা ওবায়েদ নিজ দলের কর্মীদেরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আপনারা যদি সালথায় উন্নয়ন চান, তবে সব অনৈতিক কাজ বন্ধ করতে হবে। এর মধ্যে রয়েছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, থানায় দালালি ও এসিল্যান্ড অফিসে ঘোরাঘুরি।

তিনি সাফ জানিয়ে দেন, আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজ করতে দেব না। আগে সব অপকর্ম বন্ধ করে তারপর জনগণের পাশে থাকতে হবে।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি তার বাবার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন। তিনি আরও বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমিও আপনাদের পাশে থাকব।

তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।

পূজামণ্ডপ পরিদর্শনকালে সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বরসহ অন্যান্য বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়