Apan Desh | আপন দেশ

ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৯, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ছাদ থেকে ফেলে কলেজছাত্রকে হত্যা

ছবি: আপন দেশ

নোয়াখালীর মাইজদীতে ছাদ থেকে ফেলে আতিকুল ইসলাম তিতাস (২৫) নামে এক কলেজছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের উপজেলার মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, এখনও ওই কলেজ ছাত্রের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

নিহত তিতাস চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার শহীদ চেয়ারম্যান বাড়ির আব্দুল গনির ছেলে।

নিহতের বড় ভাই আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন, তিতাস নোয়াখালী কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। আমাদের বাড়ি চৌমুহনী পৌরসভা এলাকায় হলেও আমরা গত ২০-২৫ বছর নোয়াখালী জেলা রোডের আক্তার ভবনের তৃতীয় তলায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছি। আজ সকালে বাসা থেকে বের হয়ে যান তিতাস।

দুপুরের দিকে মাইজদী শহরের বিবি কনভেনশন হল সেন্টারের বহুতল ভবনের ছাদে কে বা কারা তিতাসকে বেধড়ক নির্যাতন করে নিচে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরওপড়ুন<<>>ভূমিকম্পে কেঁপে উঠল যশোর

আরিফুল ইসলাম আরও জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে চলে আসি। তিতাসের হাত ভাঙ্গা গেছে, পায়ে আঘাতের চিহৃ রয়েছে। গলায় কাটা আঘাতের চিহৃ আছে।  তবে কে বা কাহার এ ঘটনা ঘটিয়েছে এ সম্পর্কে আমরা কিছুই জানিনা।  

জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আবু তাহের বলেন, ছাদ থেকে ফেলে হত্যা করা হয়নি। তবে ছাদ থেকে পড়ে মারা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

আপন দেশ/এমএইচ    

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়