
ছবি : আপন দেশ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিখোঁজ হওয়া মো. শুভ (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের নিমতলা ছাবের হাজীর পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা-তা এখনো নিশ্চিত নয় পুলিশ। নিহত শুভ ওই এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সদস্য মো. জসিমের নাতি।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে এলাকাবাসী পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন<<>>খাগড়াছড়িতে সড়ক অবরোধ করে ধর্ষণের প্রতিবাদ
আরোও জানা যায়, কয়েকদিন আগে ইউপি সদস্য জসিম মাদকবিরোধী এক সভায় বক্তব্য দিয়েছিলেন। সেটির জের ধরে এই ঘটনা ঘটেছে নাকি এটি নিছক দুর্ঘটনা—এ নিয়ে স্থানীয়দের মধ্যে কানাঘুষা চলছে।
স্থানীয় ইউপি সদস্য মো. জসিম বলেন, বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে আমার নাতিকে পাওয়া যাচ্ছিল না। সকালে পুকুরে মরদেহ ভেসে ওঠার খবর পাই।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।