Apan Desh | আপন দেশ

প্রাইভেটকারসহ ৫৯ লাখ টাকা অবৈধ সিগারেট জব্দ

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪১, ২২ সেপ্টেম্বর ২০২৫

প্রাইভেটকারসহ ৫৯ লাখ টাকা অবৈধ সিগারেট জব্দ

ছবি: আপন দেশ

রাঙামাটির কাপ্তাইয়ে অবৈধভাবে পাচারকালে প্রাইভেট কারসহ বিপুল পরিমাণ বিদেশি সিগারেট  জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির চালক মো. হুমায়ন কবীর চৌধুরীকে (৩৪) আটক করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেকপোস্টে তল্লাশিকালে গাড়িসহ সিগারেট জব্দ করা হয়।

আটক মো. হুমায়ন কবীর চৌধুরী কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মো. আক্তার হোসেনের ছেলে। জব্দকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা ১১ হাজার টাকা।

আরওপড়ুন<<>>টঙ্গির গোডাউনে আগুন নিয়ন্ত্রণে

পুলিশ ও বিজিবি জানায়, সোমবার দুপুর সোয়া ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কাওসার মেহেদীর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মাসুদ রানার নেতৃত্বে ব্যাটালিয়নের ১ নম্বর জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বহনকৃত ৪৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইল ও টয়োটা গাড়িসহ হুমায়ন কবীর চৌধুরীকে আটক করা হয়।

এ বিষয়ে ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী  বলেন, জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিকে কাপ্তাই থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়