Apan Desh | আপন দেশ

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:৪৯, ২০ সেপ্টেম্বর ২০২৫

কাপ্তাই হ্রদ থেকে মরদেহ উদ্ধার

ছবি : আপন দেশ

পার্বত্য জেলা রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে হারুন উর রশিদ (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের রিজার্ভবাজার চম্পানিরমার টিলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>>কাজীপুর সীমান্তে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১২ টার দিকে নিজ বাড়ির বারান্দা থেকে কাপ্তাই হ্রদে ঝাঁপ দেয়  হারুন উর রশিদ। প্রথবার হ্রদে ঝাঁপিয়ে পড়ে উঠে আসলেও পরেরবার ঝাঁপ দিয়ে আর উঠে আসেননি। এরপর পরিবারের স্বজনরা অনেক খোঁজাখুজির পর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে শনিবার সকালে হ্রদ থেকে হারুন উর রশিদের মরদেহটি উদ্ধার করা হয়। উক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়