Apan Desh | আপন দেশ

নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে: টুকু

টাঙ্গাইল  প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৩, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে: টুকু

ছবি: আপন দেশ

কোনো অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে। বলেছেন, বিএনপির কেনদ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় চিকলি  রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন, একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে। এ দেশের মানুষ যেভাবে ভোট দিয়ে অভ্যস্ত, সেভাবেই ভোট হবে ইনশাল্লাহ।

আরওপড়ুন<<>>মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর-আগুন

বিএনপি নেতা টুকু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। টাঙ্গাইলকে আধুনিক ও সন্ত্রাসমুক্ত করতে হলে বিএনপিকে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আমাকে সহযোগিতা করলে আপনাদের সন্ত্রাসমুক্ত ও আধুনিক টাঙ্গাইল উপহার দেব ইনশাল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ ১২টি ইউনিয়নের নেতারা।

 আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়