
ছবি : আপন দেশ
পর্যটন নগরী কক্সবাজারের রামু উপজেলায় নিজ ভাতিজিকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত চাচা নুরুল হাকিম (২৫)। পরে স্থানীয় লোকজনের সহায়তায় হত্যাকারীকে আটক করে রামু থানা পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ঈদগড় ইউনিয়নের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাহিয়া বিন রাহী প্রকাশ ফাতেমা (৩) ঈদগড়ের উত্তর শরীফপাড়ার নুরুল আজিমের মেয়ে।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত নুরুল হাকিম (২৫) তার ভাবির কাছে গাঁজা সেবনের জন্য টাকা দাবি করে। ভাবি টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে নুরুল হাকিম নিজের ভাতিজি রাহিয়া বিন রাহী প্রকাশ ফাতেমাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
আরওপড়ুন<<>>পাঁচ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
ঘটনার পর পরই স্থানীয় লোকজনের সহায়তায় হত্যাকারী নুরুল হাকিমকে রামু থানা পুলিশ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক এবং অমানবিক একটি হত্যাকাণ্ড। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।