Apan Desh | আপন দেশ

আদালত থেকে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৩৮, ৯ সেপ্টেম্বর ২০২৫

আদালত থেকে হত্যা মামলার আসামির পালানোর চেষ্টা

ছবি: আপন দেশ

নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফ দিয়ে হত্যা মামলার এক আসামি পালানোর চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিক পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে।  

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে জেলা জজ কোর্টে শুনানি শেষে পুলিশ পাহারায় বেরিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।  

পালানোর চেষ্টাকারী আসামির নাম শাহাদাত হোসেন (৩০)। তিনি চাটখিলের বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে।  

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে শাহাদাত তার ৫ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণ করে হত্যা করে। এরপর মরদেহ বস্তায় ভরে ফেলে দেন। এ ঘটনায় চাটখিল থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়।

আরওপড়ুন<<>>ভাড়া বাসায় মিলল মা-কুবি ছাত্রীর মরদেহ

ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে শাহাদাতকে জেলা কারাগার থেকে নারীও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে আনা হয়। হাজিরা শেষে পুলিশ শাহাদাতকে পুনরায় কারাগারে নিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে দুপুর সোয়া ১২টার দিকে আদালতের দোতলা ভবন থেকে হাতকড়াসহ লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় আসামিকে আটক করে পুলিশ।  

যোগাযোগ করা হলে নোয়াখালী কোর্ট ইন্সপেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার শুনানি শেষে আসামিকে হাজতে নেয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঘটনার পর পরই পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।    

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়