
ছবি: আপন দেশ
কুমিল্লা নগরীর সুজানগর এলাকায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রী ও তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার (০৮ সেপ্টেম্বর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা নগরীর সুজানগর এলাকার কালিয়াজুড়ি পিটিআই মাঠের পাশের নেলী কটেজ নামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
নিহতরা হলেন, সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা (৪৫)। সুমাইয়া আফরিন কুবির লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরওপড়ুন<<>>সাবেক এমপির মায়ের নামের বদলে ‘শহীদ আবু সাঈদ স্কুল’
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, রোববার (০৭ সেপ্টেম্বর) রাত আড়াইটায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আলাদা দুটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক জান্নাতুল ফেরদাউস জানিয়েছেন আজ সুমাইয়া আফরিনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষার আগের রাতেই তাকে হত্যা করা হয়।
এদিকে, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেফতারের দাবিতে দুপুর পৌনে ১টায় নগরীর কান্দির পাড় এলাকায় মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন তারা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।