
সীমান্তে সতর্ক পাহারায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
লাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘাস কাটার জন্য সীমান্ত এলাকায় গেলে তাকে বিএসএফ তেইনপুর ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। ইকবাল গাংনী উপজেলার কুতুবপুর গ্রামের জারাবাত হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মাহবুব মোর্শেদ রহমান জানান, ইকবাল বেলা সাড়ে ১১টার দিকে ঘাস কাটার সময় সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ফেলে। প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে ঢুকে যায়। এসময় ভারতের ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের তেইনপুর ক্যাম্পের সদস্যরা ইকবালকে আটক করে।
আরও পড়ুন<<>>গোপন ছবি তুলে ছাত্রীকে কুপ্রস্তাব কোচিং শিক্ষকের, অতপর...
তিনি আরও জানান, ইকবাল বর্তমানে বিএসএফ হাতিশালা ক্যাম্পের হেফাজতে রাখা হয়েছে। তাকে ফেরত আনার জন্য কাথুলী কোম্পানি কমান্ডার প্রতিপক্ষ ৫৬ ব্যাটালিয়ন বিএসএফের রাউথবাড়ী কোম্পানি কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ইকবালকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয়া হবে বলে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে।
কৃষক ইকবালের স্ত্রী ফেরদৌসি আরা জানান, দুপুরে মাঠে ধান লাগানোর কাজ করে বাড়িতে আসে। খাওয়া-ধাওয়া শেষে গরুর জন্য ঘাস কাটতে যায়। এক পর্যায়ে তিনি ভারতীয় সীমানার মধ্যে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে বেধড়ক মারধর করে নিয়ে যায়। এখন পর্যন্ত তাকে ফেরত দেয়নি বিএসএফ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতীয় সীমানায় অনুপ্রবেশের দায়ে তাকে ধরে মারতে মারতে বিএসএফ ক্যাম্পে নিয়ে গেছে। বিজিবি পতাকা বৈঠকের ডাক দিলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। শুক্রবার (২২ আগস্ট) সকালে পতাকা বৈঠক হলে ইকবালকে ফেরতের আশা করছেন স্থানীয়রা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।