Apan Desh | আপন দেশ

নতুন ক্রিকেটারের খোঁজে টাঙ্গাইলে উন্মুক্ত অনুশীলন উদ্বোধন

 টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ২০ আগস্ট ২০২৫

নতুন ক্রিকেটারের খোঁজে টাঙ্গাইলে উন্মুক্ত অনুশীলন উদ্বোধন

ছবি: আপন দেশ

টাঙ্গাইলে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে নতুন ক্রিকেটারের খোঁজে তিনদিনব্যাপী প্রতিভা অন্বেষণের প্রাথমিক উন্মুক্ত বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার মো. রফিকুল ইসলাম এ বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন।

এতে অতিথি ছিলেন, স্যোসাল ইসলামী ব্যাংক সদর শাখার ম্যানেজার আহম্মেদ মুক্তাদির রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য আব্বাস উদ্দিন সরকার, মহিলা ফুটবল কোচ ও আহবায়ক কমিটির সদস্য কামরুন্নাহার খান মুন্নী ও আব্দুল্লাহ আল মামুন, সাবেক ক্রিকেটার কোচ অরিন্দম পাল লিটন, রিপন কুমার সরকার, খন্দকার রফিক আব্দুল্লাহ (রাফেল), রায়হান ইমন ও নির্মল চন্দ্র ভৌমিক উপস্থিত ছিলেন।

আরওপড়ুন<<>>নোয়াখালীতে একরাতে দুই ডাকাতি, নগদ টাকাসহ স্বর্ণালঙ্কার লুট

অনুর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ জেলা ক্রিকেট দল গঠনের লক্ষ্যে ২০, ২১ ও ২২ আগস্ট প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালনা করছেন জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য ও ক্রিকেট কোচ মো. ইসলাম খান।

তৃণমূল প্রতিভা অন্বেষণ কার্যক্রমে জেলার অন্যান্য ক্রিকেট কোচ ও সংশ্লিষ্টরা সহযোগিতা করছেন। জেলা ও ১২টি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রায় ২৫০ জন ক্রিকেটার উন্মুক্ত ট্রায়ালে অংশগ্রহণ করছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়