Apan Desh | আপন দেশ

বিএনপি নেতা আসলাম, তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৪, ১৯ আগস্ট ২০২৫

বিএনপি নেতা আসলাম, তার স্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঋণখেলাপির মামলায় এ আদেশে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আরও পড়ুন>>>শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার

আদালত সূত্র জানা গেছে, স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের পাহাড়তলী শাখা থেকে নেয়া ঋণ পরিশোধের জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ব্যাংকে বন্ধক রাখা সম্পদ নিলামে বিক্রি করতে চাইলেও কেউ তা কিনতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে ব্যাংক আদালতের কাছে আবেদন জানায়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করেন। তাদের মোট ঋণের পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।

গত বছর গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে মোট ৭৬টি মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাষ্ট্রদ্রোহের মামলা। ২০১৬ সালের ১৫ মে তাকে রাজধানীর খিলক্ষেত থেকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে মিলে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়