
ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে গেমস অ্যান্ড স্পোর্টস সেক্রেটারি পদে প্রার্থীতা ঘোষণা দিলেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ইয়াসিন আরাফাত বিজয়।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থীতা ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। রাকসু কেবল একটি ছাত্র সংসদ নয়, এটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বপ্ন, সংগ্রাম, অধিকার ও উচ্চারিত সাহসী কণ্ঠস্বর। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার রক্ষার প্রকৃত এ মঞ্চ বিকল করে রাখা হয়েছিল। ফলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলো সিট দখল, সিট বাণিজ্য, সাধারণ শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি, ভয়ভীতি ও জোরপূর্বক ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে রাজনৈতিক প্রোগ্রামে অংশ নিতে বাধ্য করতো। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী যারা ভিন্ন মতাদর্শ লালন করত তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন।
আরও পড়ুন>>>‘একটা দলের প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ দরদ কাজ করছে’
তিনি আরও বলেন, চব্বিশ পরবর্তী বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর একচ্ছত্র আধিপত্য বিস্তার শুরু হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের এ গতানুগতিক ধারার রাজনীতির পরিবর্তন চায়। এ ক্ষেত্রে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন করার কোনো বিকল্প নেই। এটি বাস্তবায়ন করা গেলে লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতিরও একটি স্থায়ী মীমাংসা হতে পারে।
ইয়াসিন আরাফাত বিজয় বলেন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে আজ আমি ঘোষণা দিচ্ছি যদি আপনাদের ভালোবাসা ও সমর্থনে গেমস অ্যান্ড স্পোর্টস পদে নির্বাচিত হই, তবে আমার প্রতিটি পদক্ষেপ হবে শিক্ষার্থীদের কণ্ঠের প্রতিফলন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে গবেষণাধর্মী স্পোর্টস নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।
তিনি নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে বলেন, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সব হলের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সুযোগ নিশ্চিত, মেয়েদের অংশগ্রহণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া, অতি দ্রুত মেয়েদের জিমনেসিয়াম চালুর ব্যবস্থা, খেলাধুলার মাঠ, জিমনেসিয়াম ও সরঞ্জামাদির যথাযথ রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ, আধুনিক গেমসের পাশাপাশি কাবাডি কিংবা হাডুডুর মতো ঐতিহ্যবাহী খেলার পুনর্জাগরণ, প্রতি বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় বার্ষিক গেমস ফেস্ট আয়োজনের ব্যবস্থা করা।
উল্লেখ্য, এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম সংস্কারে উপাচার্য বরাবর ১০দফা উত্থাপন করেন। যার ৪ দফা ইতোমধ্যে বাস্তবায়নে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।