Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৮, ১৯ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন: আইন উপদেষ্টা

ড. আসিফ নজরুল। ফাইল ছবি

নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, জাতীয় নির্বাচনে নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার সুযোগ নেই। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইন উপদেষ্টা।

ড. আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি। তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তবে নির্বাচনে নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই।

আরওপড়ুন<<>>প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধিরা

তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ অন্তর্বর্তী সরকার।

এ সময় আইন উপদেষ্টা আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে, এ বিষয়ে দুয়েক মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়