
দিদারুল ইসলাম
মিডটাউন ম্যানহাটনে বন্দুকধারীর হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা দিদারুল ইসলামের স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। দিদারুলের মৃত্যুর পর এ সন্তানের জন্ম তাদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।
পুত্র সন্তানের মা হয়েছেন মিডটাউন ম্যানহাটনের অফিস ভবনে বন্দুক হামলায় নিহত বাংলাদেশি। নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির কর্মকর্তা দিদারুল ইসলামের স্ত্রী। জুলাই মাসের শেষের দিকে এক বন্দুকধারীর হামলায় নিহত হন দিদারুলের ইসলাম। খবর আইউইটনেস নিউজ।
আরও পড়ুন>>>শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিএনপি নেতা গ্রেফতার
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৩৪৫ পার্ক অ্যাভিনিউর ভবনটিতে বন্দুকধারীদের গুলিতে নিহত চারজনের একজন ছিলেন দিদারুল। বন্দুক হামলার সময় আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী। এ দম্পতির ঘরে আরও দুই সন্তান আছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস জানান, দিদারুলের স্ত্রীর প্রসব বেদনার সময় হাসপাতালে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তার খবর নেন তিনি।
অ্যাডামস জানান, এনওয়াইপিডির প্রয়াত ডিটেকটিভ দিদারুলের পরিবারের পাশে সবসময় থাকবে সিটি কর্তৃপক্ষ। তারা মহান নগর নিউইয়র্ক পরিবারের সদস্য। দিদারুল ইসলাম এনওয়াইপিডির ৪৭তম প্রেসিংকটে সাড়ে তিন বছর কাজ করেছেন। এনওয়াইপিডির প্রথম বাংলাদেশি কর্মকর্তা হিসেবে চাকরিকালে প্রাণ হারান দিদারুল। তাকে মরণোত্তর পদোন্নতি দিয়ে ডিটেকটিভ করা হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।