Apan Desh | আপন দেশ

পিআর পদ্ধতি মেনে নেব না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৮, ১৯ আগস্ট ২০২৫

পিআর পদ্ধতি মেনে নেব না: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না, এটা গ্রহণযোগ্যও না— তাই বিএনপি পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না। এ মন্তব্য করেছেনন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>>সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষ নির্বাচন চায়, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন। যারা সংস্কার চাচ্ছে না, সেটা তাদের দলের ব্যাপার।

ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন, সকলের অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক এটাই প্রত্যাশা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়