Apan Desh | আপন দেশ

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৮, ১৯ আগস্ট ২০২৫

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ

ইসি ভবনে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিক মানের করতে নির্বাচন কমিশনকে (ইসি) ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে, বেলা ১১টা থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের একটি প্রতিনিধি দল প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন।

মাইকেল মিলার জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে। নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কি না, এ বিষয়ে তারা সম্ভাবতা-প্রতিকূলতা যাচাই করবে।

আরওপড়ুন<<>>স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিল করে অধ্যাদেশ জারি

তিনি বলেন, গণতন্ত্র উত্তরণে বাংলাদেশকে সমর্থন করে ইউরোপীয় ইউনিয়ন। আগামীতে নির্বাচন কমিশন ও সরকারের সঙ্গে আরও আলোচনা হবে।

নির্বাচন পরিচালনায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও বিগত নির্বাচন নিয়ে প্রশ্ন আছে উল্লেখ করে মাইকেল মিলার প্রত্যাশা রাখেন, আগামী নির্বাচন হবে গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানদণ্ডে।

নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা জানায় ইসি। এর আগে কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়