
ছবি: আপন দেশ
বিএনপি সবসময় অসাম্প্রদায়িক-সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম যার যার, উৎসব সবার। বলেছেন, দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
শনিবার (১৬ আগস্ট) শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বানিয়ারচর সার্বজনীন কৃষ্ণকালী মন্দির আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া এবং তারেক রহমান মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতিকে ভোট দেয়ারও আহবান জানানি তিনি।
আরওপড়ুন<<>>কতিপয় রাজনৈতিক দল নির্বাচন চায় না: আহমেদ আযম
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মুন্নু মুন্সী,সোহরাব হোসেন, মাহবুবুল আলম হিরু,চিন্তা হরন মণ্ডল,সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ,ননী গোপাল মণ্ডল, দফতর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, ছাত্রবিষয়ক সম্পাদক এম. ওহিদুল ইসলাম, যুবদলের কেন্দীয় কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুটুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান মৃধা, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহবায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী, যুগ্ম আহবায়ক মোস্তফা গাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর,পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সী, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মুন্সী ও সাধারণ সম্পাদক মহাসিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এরপর সেলিমুজ্জামান সেলিম জলিরপাড় ইউনিয়নের তালবাড়ি সার্বজনিন কালীমন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। এছাড়া তিনি মুকসুদপুর পৌরসভা সদর, টেংরাখোলা বাজার,কমলাপুর বাসস্ট্যান্ড, ভাবড়াসুর ইউনিয়নের বোয়ালিয়া ও বালিয়াকান্দি, উজানী, কাশালিয়া এবং ননিক্ষীর ইউনিয়নের মহিষতলিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।