
ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের স্বপ্নকুঁড়ি হলরুমে সদর মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ পুরস্কার বিতরণ করা হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (DSHE) কর্তৃক পরিচালিত ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস’ স্কিম এসইডিপি প্রকল্পের আওতায় এ পুরস্কার দেয়া হয়।
আরওপড়ুন<<>>জুয়ার আসরে অভিযান, বিএনপির নেতাসহ গ্রেফতার ৩৪
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) মো. জাকির হোসেন, সদর উপজেলা ইউএনও সাঈদা পারভীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।
সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রব।
অনুষ্ঠানে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ২০২২-২০২৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সদর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদ দেয়া হয়। এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান দেয়া হয়।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।