Apan Desh | আপন দেশ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪১, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৪৩, ৩ আগস্ট ২০২৫

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ

ফাইল ছবি

পাওনা টাকা আনতে গিয়ে স্বামীর সামনেই দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গূহবধূ। নির্মম এ ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে ভেড়ামারা থানা পুলিশ।

পুলিশ জানায়, গণধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি হোটেলে কাজ করতেন। কয়েকদিন আগে তাকে কাজ থেকে বাদ দেয় হোটেল মালিক। শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পাওনা টাকা আনতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে ওই হোটেলে যাচ্ছিলেন ভুক্তভোগী। রাত সাড়ে ১০টার দিকে মসলেমপুর এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের গতিরোধ করে কয়েক যুবক। 

আরও পড়ুন<<>> উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা

এ সময় স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে একটি লিচু বাগানে নিয়ে যায় তারা। সেখানে স্বামীকে আটকে রেখে একে একে চারজন তার স্ত্রীকে ধর্ষণ করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী সরাসরি ভেড়ামারা থানায় চলে আসেন।

ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপর অভিযান চালিয়ে ৫ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩ জনের সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষা করানো হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়