
ছবি : আপন দেশ
জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। কমিটিতে নুরুল মোমিন আকন্দ কাওসারকে আহবায়ক ও মো. মঞ্জুরুল করিম সুমনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।
এর আগে নুরুল মোমিন আকন্দ কাওসার জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন ৷ এছাড়া আহবায়ক কমিটির সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ৷
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।