Apan Desh | আপন দেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০১, ৩১ মে ২০২৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি

ছবি: আপন দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশ পরিচয়ে এক নারী প্রবাসীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মালামাল লুটে নেয়।

শনিবার (৩১ মে) ভোরে মহাসড়কের মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী চরপাড়া বাইপাস এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকারের চালক তুহিন ডাকাতদের গুলিতে আহত হন।

তাকে গুরুতর আহতাবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ডাকাত দলের ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি, প্রবাসীর মাইক্রোবাস ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করে।

ভুক্তভোগী সুমাইয়া আক্তার জানান, তার ননদ বিউটি আক্তার জর্ডান প্রবাসী। শুক্রবার (৩০ মে) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে রাতে তারা টঙ্গী এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করেন। মাইক্রোবাসে ছিলেন বিউটি আক্তার, সম্পা, শ্বশুর আব্দুল হামিদ ও তাদের শিশু সন্তান।

আরওপড়ুন<<>>মেঘনায় ট্রলার ডুবি, দুই পুলিশসহ নিখোঁজ ১৯

রাত আড়াইটার দিকে মাইক্রোবাসটি পুষ্টকামুরী চরপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি হাইয়েস গাড়ি তাদের গতিরোধ করে। এরপর ৭-৮ জনের একটি ডাকাত দল পিস্তল, ওয়াকিটকি, হ্যান্ডকাফ, বন্দুক, চাপাতি, ছুরি ও লাঠি নিয়ে তাদের জিম্মি করে। ডাকাতরা তাদের কাছ থেকে ৫-৬টি মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকা এবং অন্যান্য মালামাল লুট করে নেয়। চিৎকার করলে গুলি করার হুমকি দেয়। এ সময় মহাসড়কে টহলরত পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা গুলি চালায়। এতে রেকার চালক তুহিন মিয়া গুলিবিদ্ধ হন।

প্রবাসীর শ্বশুর আব্দুল হামিদ অভিযোগ করেন, তাদের ভাড়া নেয়া মাইক্রোবাসের চালক মুস্তাকিন ও হেলপার জুয়েল শুরু থেকেই বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেছেন। তাদের আচরণ সন্দেহজনক, ডাকাতির সঙ্গে তারা জড়িত থাকতে পারে। ডাকাতির খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুলিবিদ্ধ তুহিনকে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে চিকিৎসাধীন তুহিন বলেন, ডাকাত দলে ১০-১২ জন ছিল। তারা এলোপাতাড়ি গুলি চালায়। গুলি আমার হাতে লাগে। অল্পের জন্য বেঁচে গেছি।

মির্জাপুর থানার ওসি মোহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের ফেলে যাওয়া একটি হাইয়েস ও প্রবাসীর মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা